রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
চুলের পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করুন বিভিন্ন ধরনের অয়েল । ত্বকের যত্নে কোন কোন অয়েল ব্যবহার করবেন এবং কোনটির কী উপকারিতা তা নিয়ে এই প্রতিবেদন।
>>> আমন্ড অয়েল বা কাঠবাদাম তেল ভিটামিন ও মিনারেলস এর ভালো উৎস, তাই এটি ত্বকের ময়েশ্চারাইজিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি ত্বকের উজ্জ্বলতা ও বৃদ্ধি করে ।
>>> অলিভ অয়েল হাত ও পায়ের সুরক্ষায় অনেক কার্যকরী । প্রতিদিন রাতে অলিভ অয়েলের ব্যবহার ময়েশ্চারাইজারের মতো কাজ করবে ।
>>> ঠোঁটের ত্বককে নরম রাখতে চাইলে ব্যবহার করুন কোকোনাট অয়েল বা নারিকেল তেল ।
>>> গোসলের আগে অয়েল মাসাজ করতে চাইলে বেছে নিতে পারেন তিলের তেল । এটি ও ত্বকের সুরক্ষায় কার্যকরী ।
>>> ত্বকের সুরক্ষায় নিম তেল অনেক উপকারী, কারন এতে রয়েছে অনেক প্রাকৃতিক উপাদান। এটি সব ঋতুতেই ও সব ধরনের ত্বকের সাথে সহনশীল ।