রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

জুতার দুর্গন্ধ ধুর করার সহজ উপায়

জীবন যাপন ডিসেম্বর ৫, ২০২২, ০৯:৪১ এএম
জুতার দুর্গন্ধ ধুর করার সহজ উপায়

জুতা খুললেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে? পরিষ্কার করতে না কর‍তেই আবার ফিরে আসছে বিব্রতকত গন্ধ। কিছু টিপস জানা থাকলে সহজেই মুক্তি পাবেন এই বিড়ম্বনা থেকে।

>>> পানিতে সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন।

>>> ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে জুতার ভেতর রেখে দিন সারারাত। দূর হবে দুর্গন্ধ।

>>> চাল ধোয়া পানিতে জুতা ভিজিয়ে রেখে এরপর পরিষ্কার করুন।

>>> রাতে ঘুমানোর আগে জুতার ভেতরে ছড়িয়ে দিন বেকিং সোডা। পরদিন পরিষ্কার করে ফেলুন। দেখুন গন্ধ কেমন গায়েব হয়ে গেছে!

>>> কমলার খোসা রেখে দিন জুতার ভেতর। দূর হবে অস্বস্তিকর গন্ধ।

জেনে নিন

>>> পা পরিষ্কার রাখবেন সবসময়। সপ্তাহে একদিন আপেল সাইডার ভিনেগার মিশ্রিত পানিতে পা ডুবিয়ে রেখে পরিষ্কার করুন।

>>> প্রতিদিন মোজা বদলাবেন ও ধুয়ে দেবেন।

>>> মোজার ভেতর খানিকটা ট্যালকম পাউডার ছিটিয়ে নিতে পারেন। এতে পা কম ঘামবে। 

>>> প্রতিদিন একই জুতা না পরে জুতা বদল করে পরার চেষ্টা করুন।‍ 

Side banner