রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
জুতা খুললেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে? পরিষ্কার করতে না করতেই আবার ফিরে আসছে বিব্রতকত গন্ধ। কিছু টিপস জানা থাকলে সহজেই মুক্তি পাবেন এই বিড়ম্বনা থেকে।
>>> পানিতে সাদা ভিনেগার মিশিয়ে কাপড়ের জুতা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার করুন।
>>> ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে জুতার ভেতর রেখে দিন সারারাত। দূর হবে দুর্গন্ধ।
>>> চাল ধোয়া পানিতে জুতা ভিজিয়ে রেখে এরপর পরিষ্কার করুন।
>>> রাতে ঘুমানোর আগে জুতার ভেতরে ছড়িয়ে দিন বেকিং সোডা। পরদিন পরিষ্কার করে ফেলুন। দেখুন গন্ধ কেমন গায়েব হয়ে গেছে!
>>> কমলার খোসা রেখে দিন জুতার ভেতর। দূর হবে অস্বস্তিকর গন্ধ।
জেনে নিন
>>> পা পরিষ্কার রাখবেন সবসময়। সপ্তাহে একদিন আপেল সাইডার ভিনেগার মিশ্রিত পানিতে পা ডুবিয়ে রেখে পরিষ্কার করুন।
>>> প্রতিদিন মোজা বদলাবেন ও ধুয়ে দেবেন।
>>> মোজার ভেতর খানিকটা ট্যালকম পাউডার ছিটিয়ে নিতে পারেন। এতে পা কম ঘামবে।
>>> প্রতিদিন একই জুতা না পরে জুতা বদল করে পরার চেষ্টা করুন।