বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাইফ-কারিনার ‘পাতৌদি হাউস’ কেমন, ভেতরে কী কী আছে?

জীবন যাপন জানুয়ারি ১৮, ২০২৫, ০৭:০২ পিএম
সাইফ-কারিনার ‘পাতৌদি হাউস’ কেমন, ভেতরে কী কী আছে?

ছুড়িকাঘাতে গুরুতর জখম হয়ে লীলাবতী হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমের সেন্ট টেরেসা রোডের উপর সৎগুরু শরণ নামের একটি বহুতলের বাসিন্দা সাইফ আলি খান ও কারিনা কাপূর খান।

এই বহুতল ভবনের পাশে অনেকগুলো বহুতল আছে। তবে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও পাতৌদির নবাব সাইফের বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতকারী। তবে কীভাবে প্রবেশ করেছিল, তা খুঁজতেই ব্যস্ত মুম্বাই পুলিশ।

সাইফ ও কারিনা কাপূর সৎগুরু শরন নামক এক বহুতলায় ১২ তলা ভবনের চারতলা নিয়ে তৈরি করেছেন ‘পাতৌদি হাউস’। এই বাড়িতে প্রবেশ করা সাধারণ মানুষের কাম্য নয়।

জানা গেছে, পাতৌদির নবাবদের প্রতীক আঁটা একটি পিতলের প্লেট শোভা পায় চারতলা বাড়িতে ঢোকার মুখে বড় কাঠের মজবুত দরজার মাঝ বরাবর। এর বাইরে সব সময় থাকেন নিরাপত্তারক্ষীরা। মূল ফটকে আধুনিক নজরদারির প্রযুক্তিরও ব্যবহার আছে।

‘পাতৌদি হাউস’র ভেতরে কী আছে?
বান্দ্রার এই বাড়ির আগে সাইফ ও কারিনা দম্পতি থাকতেন ফরচুন টাওয়ারে। গত দু’বছর আগে তারা এই বাড়িতে শিফট করেন। জানা গেছে, ‘পাতৌদি হাউস’ এর বর্তমান মূল্য ১০০ কোটি টাকারও বেশি।

প্রখ্যাত ডিজাইনার দর্শনি শাহ এই বাড়ির অন্দরমহল সাজিয়েছেন। ৪ তলা বিশিষ্ট ৩০০০ বর্গফুট প্রশস্ত থ্রিবিএইচকে অ্যাপার্টমেন্ট সমন্বিত বাড়িটি। বিলাসবহুল সব রুম, ছাদ, সুইমিংপুল, খোলা বারান্দাসহ সব ধরনের বিলাসিতাই আছে পাতৌদি হাউসে।

বসার ঘরটি যেমন শান্ত, তেমনই প্রশস্ত। সেখানকার কাঠের মেঝে ঘরে অনেকটাই আরাম দেয়। এর পাশেই আছে কাস্টমমেড লাইব্রেরি কর্নার, যেখানে সাইফ দিনের অনেকটা সময় কাটান। আবার কারিনাও বই পড়তে ভালোবাসেন। এছাড়া বসার ঘরে সাজানো আছে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে আনা শিল্পকর্ম ও ছবি।

সাইফ-কারিনার বান্দ্রার এই বাড়ির অন্দরে ব্রিটিশ স্থাপত্যের কারুকাজ খেয়াল করা যায়। সাদা-কালো মার্বেলের মেঝে, কাঠের আসবাব, ঝাড়বাতি থেকে শুরু করে দেওয়ালে খ্যাতিনামা শিল্পীর হাতের আঁকা ছবি, সবকিছুতেই আছে ভিক্টোরিয়ান আমলের ছাপ।

সাইফ-কারিনা দম্পতির দুই পুত্র তৈমুর ও জাহাঙ্গীরের খেলার ঘরের মেঝেও কাঠের। দেওয়ালে হালকা রং। সেখানেই আছে তাদের জন্য গান শোনা, সিনেমা দেখার ব্যবস্থা। আরও আছে খেলাধুলোর জন্য প্রশস্ত জায়গা।

‘পাতৌদি হাউস’র বিশেষত্ব হলো এর খোলা ছাদ ও বারান্দা। প্রায় সব সেলিব্রেটিদের বাড়িতেই নজরকাড়া ছাদ ও বারান্দা আছে। তবে সাইফ-কারিনার ‘পাতৌদি হাউস’ যেন অনেকটাই ভিন্ন।

বসার ঘরের একটি দরজা খুললেই খোলামেলা ছাদে যাওয়া যায়। ছাদ সাজানোও হয়েছে দারুণভাবে। কোথাও সিরামিকের টব, কোথাও আবার চেয়ার-টেবিলের সেট, কোথাও সোফা সেট। আড্ডা দেওয়া কিংবা বিকেলে বা রাতে চা-নাশতা খাওয়ার জন্যই এই ব্যবস্থা।

অন্যদিকে সাইফ-কারিনার আলিশান বেডরুমের সঙ্গেও আছে বিশালাকার বারান্দা কাম খোলা ছাদ। তাদের বেডরুমের সাজসজ্জাও দেখার মতো, শৌখিন ল্যাম্পশেড থেকে শুরু করে ছোট-বড় আসবাবপত্র, ফুলদানি ও চারপর সাইফ-কারিনার ছবি দিয়ে সাজানো দেওয়াল।

সবচেয়ে আকর্ষণীয় হলো কারিনা কাপূরের মেকআপ-ক্লোসেট রুমটি। যেখানে উপচে পড়ছে পোশাক, ব্যাগ, জুতা আর গহনা। কোটি কোটি টাকার ড্রেস, জুতা, জুয়েলারি, প্রসাধনী দিয়ে ঠাসা রুমটি।

‘পাতৌদি হাউস’র আরও এক বিশেষত্ব হলো এর খোলা ছাদে আছে সুইমিং পুল। ১২তলা ছাদের ওপরে সেই সুইমিং পুল থেকে দেখা যায় বান্দ্রার বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Side banner