বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭ জন সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের (নবম গ্রেড) জাতীয় বেতন স্কেলের ষষ্ট গ্রেডে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হলো।