বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চতুর্থ ধাপের ভাইভা চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এমপিও শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা প্রতিদিনই মুখোমুখি হচ্ছেন ভাইভা বোর্ডের। কী প্রশ্ন করা হচ্ছে তাদের, তারাই বা কী উত্তর দিচ্ছেন। তাদের অভিজ্ঞতা অবশ্যই সহায়ক হবে ভাইভা বোর্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা প্রার্থীদের।
রংপুরের আলাউদ্দিন আসাদ বলেন আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি মাদরাসায় পড়াশোনা করেছেন? বুখারী শরীফে কয়টি হাদিস আছে? সূরা এখলাস লিখে দেন। এই ছিলো ভাইভার অভিজ্ঞতা।
রংপুরের জাকির হোসাইন বলেন, ভাইভা বোর্ডের স্যারেরা অনেক আন্তরিক ছিলো। জানতে তাহলে আমি হাফেজ কিনা। এরপর প্রশ্ন করা হয়েছে, সূরা আল কাফিরুন আয়াতটি লেখেন।
নওগাঁর মো. শাহাদাত হোসেন বলেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি অনার্স কোর্স করেছেন নাকি ফাজিল কোর্স? এরপর আমাকে সূরা আল ৯ নাম্বার আয়াতটির বললেন। আর কোনো প্রশ্ন করা হয়নি।
কুড়িগ্রামের মো. আসলাম মিয়া বলেন ভাইভা বোর্ড অনেক আন্তরিক ছিলো। এরপর আমার কাছে জানতে চাওয়া হয়েছে তাবিল এবং তাফসীরের মধ্যে পার্থক্য কী? মুরাব কাকে বলে? গাইরে মুনসারিফ কাকে বলে?
জয়পুরহাটের হৃদয় বলেন আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে মাদানী সূরার বৈশিষ্ট্য কী? তাফসির এবং তাবিলের পার্থক্য বলেন। আমার ভাইভা ভালো হয়েছে। বোর্ডের স্যারেরা অনেক আন্তরিক ছিলো।
চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মোরসালিন বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছে বুখারী শরীফের প্রথম ও শেষ হাদিস কী? এগুলো বর্ণনা করতে বলা হয়েছে। আমার ভাইভা ভালো হয়েছে। ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে।
ভাইভা দিতে আসা এক প্রার্থী বলেন কোরআন তেলাওয়াত পাঠ করতে বলেছেন। জানতে চাওয়া হয়েছে, অনার্স এবং মাস্টার্সে কোন কোন বিষয় পড়েছি? বুখারী শরীফের পুরো নাম জিজ্ঞেস করা হয়েছে। এই ছিলো আমার ভাইভার অভিজ্ঞতা।
টাঙ্গাইলের ফারুক হোসেন বলেন প্রথমে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি ফাজিল করেছেন? কামিলের কয়েকটি বিষয়ের নাম বলেন। বুখারী শরীফের পূর্ণ নাম বলেন। ধন্যবাদ দৈনিক আমাদের বার্তাকে।
রংপুরের প্রার্থী বলেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি ফাজিল কোর্স করেছেন? আপনার সাবজেক্টগুলো কী কী ছিলো? রাসূল সাল্লাল্লাহু সালামের দাদার নাম কী? বিসমিল্লাহির রহমানির রাহিম আরবিতে লিখতে বলেছেন।
ময়মনসিংহের মজিবুর রহমান বলেন সূরা বাকারার নামকরণের কারণ কী? আপনার মাস্টার্স কোর্সে কোন কোন সূরা সিলেবাসে ছিলো? ভাইভা বোর্ডের স্যারেরা অনেক আন্তরিক ছিলেন। ধন্যবাদ দৈনিক শিক্ষাডটকমকে।
রংপুরের তানজীম ইসলাম বলেন আমাকে প্রশ্ন করা হচ্ছে কোরআনের একটি আয়াত বলেন। সালাম কি সুন্নত না ওয়াজিব? সালাম সম্পর্কে একটি হাদিস বলেন। ভাইভা বোর্ডের স্যারেরা অনেক আন্তরিক ছিলেন।
ভাইভার ৫৬তম দিনে মোট দশটি বোর্ডে দুই ব্যাচে অংশ নেন চাকরিপ্রার্থীরা। এদিন স্কুল পর্যায়ের ইসলামিক স্টাডিজ বিষয়ের পরীক্ষা ছিলো। প্রথম ব্যাচের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় ব্যাচের পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শুরু হয়।
সোমবার ৩১৪০১৮৬২৮ থেকে ৩১৪০২৬৫৪১ রোল নম্বরধারীদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নেন। ৫৬তম দিনে মোট ৬০০ জন প্রার্থীর ভাইভা নেয়া হয়। গত ৫ জানুয়ারি থেকে চতুর্থ ধাপের এই ভাইভা শুরু হয়েছে। এ ধাপের ভাইভা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
আজ মঙ্গলবার ৩১৫০০০০৩০ থেকে ৩১৫০০৮২৭১ রোল নম্বরধারীদের মধ্যে ভাইভা অনুষ্ঠিত হবে। এর আগে তৃতীয় ধাপের ভাইভা পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত চলে। ১৪ নভেম্বর দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয়েছে ৪ ডিসেম্বর।
এর আগে গত ২৭ অক্টোবর প্রথম ধাপের ভাইভা শুরু হয় এবং ১৩ নভেম্বর প্রথম ধাপের ভাইভা শেষ হয়। পর্যায়ক্রমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থী ভাইভায় অংশ নেয়ার সুযোগ পাবেন।
ভাইভায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সব শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্ট, এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ ও লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে। যেহেতু এবার ভাইভার জন্য আলাদা প্রবেশপত্র দেয়া হয়নি, তাই লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
এর আগে গত ২২ অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষা শুরুর তারিখ জানানো হয়। গত ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। গড় পাসের হার ছিলো ২৪ শতাংশ। তার আগে গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে গড় পাসের হার ছিলো ৩৫ দশমিক ৮০ শতাংশ। স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাস করেন চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী। গত ১৫ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
সূত্র: দৈনিক শিক্ষা