রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

কুসুম গরম পানি পানে যেসব উপকার পাওয়া যায়

জীবন যাপন ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:০৫ এএম
কুসুম গরম পানি পানে যেসব উপকার পাওয়া যায়
কুসুম গরম পানি

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দিনে এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। কুসুম গরম পানি পানে হজমক্ষমতা ও রক্ত সঞ্চালন বাড়ে। এ ছাড়া গরম পানি পানে আরও কিছু শারীরিক উপকার পাওয়া যায়।

যেসব উপকার পাওয়া যায়

  1. কুসুম গরম পানি পান করলে শরীর বিষমুক্ত থাকে।
  2. পিরিয়ডের ব্যথায় আরাম পেতে কুসুম গরম পানি পান করতে পারেন। এই সময় গরম পানি পান করলে জমাট বাঁধা রক্ত ভেঙে সহজে বের হয়ে যায়। ফলে ব্যথা কমে
  3. কোষ্ঠকাঠিন্যের সমস্যা শিথিল করতে কুসুম গরম পানি পানে উপকার পাওয়া যায়।
  4. গরম পানি শরীরের প্রতিটি স্নায়ুকে সচল রাখে ও গিঁটে ব্যথাসহ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে।
  5. অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে কুসুম গরম পানি।
  6. কুসুম গরম পানি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।
  7. সর্দি ও নাক বন্ধ হয়ে যাওয়া থেকে মুক্তি পেতে কুসুম গরম পানি পান করলে উপকার পাওয়া যায়।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

Side banner