রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
আমাদের সবারই খুব পরিচিত একটি ফলের নাম আনারস। খুব সহজে কম টাকাতেই পাওয়া যায় এই ফলটি। আনারসে রয়েছে এমন একটি উপাদান যার গুণাগুণ জেনে অবাক হবেন! কখনও গরম আবার কখনও বৃষ্টি। ভ্যাপসা গরমে সাধারণ খাবার খেয়েও পেটের সমস্যা হচ্ছে? আবার আবহাওয়ার পরিবর্তনে শিশু বা বয়স্কদের জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গও আছে। বর্ষাকালে অ্যার্লাজির বাড়বাড়ন্ত হয়েছে চারিদিকে। এই রকম ছোটখাট সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমেই ওষুধ না খেয়ে ভরসা রাখতে পারেন আনারসের উপর। আনারসে রয়েছে গুরুত্বপূর্ণ একটি এনজাইম ‘ব্রোমেলেইন’ যা হজমে সহায়তা করে। ভিটামিন সি, বি-র মতো যৌগগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
আরও রয়েছে যেসব উপাদান
এছাড়াও সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে, আনারসে উপস্থিত যৌগগুলো ক্যানসারের মতো মারণ রোগের তেজ অনেকটাই কমিয়ে আনতে পারে। ক্যানসার আক্রান্ত কোষগুলোকে শরীরের অন্যত্র ছড়াতে দেয় না।
সূত্র: আনন্দবাজার