রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
একটি সম্পর্ক টিকিয়ে রাখতে নারী-পুরুষ উভয়ের অবদানই গুরুত্বপূর্ণ। তবে অনেক নারীই সম্পর্ক টিকিয়ে রাখতে সব সময় পুরুষ সঙ্গী চাহিদাগুলোকে প্রাধান্য দেন। এমনকি নিজের স্বাধীনতা, ভালো লাগা কিংবা পেশাও ত্যাগ করেন।
এসব কারণে পরবর্তী সময়ে সম্পর্ক ভেঙে গেলে কষ্ট পান নারীরা। তবে স্মার্ট নারীরা ভুলেও সেসব কাজ করেন না। চলুন তবে জেনে নেওয়া যাক সম্পর্ক টিকিয়ে রাখতে কোন কোন ভুল করেন না স্মার্ট নারীরা-
১. অনেক নারীই আছেন যারা সঙ্গীকে ভলোবেসে নিজের সবকিছু বিলিয়ে দেন। প্রয়োজনের বেশিই হয়তো পুরুষ সঙ্গীকে অর্থ কিংবা উপহার দেন। তবে স্মার্ট নারীরা কখনো সঙ্গীর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেন না।
২. সব মানুষেরই ভুল হয়। তবে একই ভুল বারবার করা অপরাধের সামিল। অনেক নারীই ভালোবাসার খাতিরে সঙ্গীর বড় বড় ভুলও ক্ষমা করে দেন। তবে স্মার্ট নারীরা কখনো এ কাজ করেন না। সঙ্গী যদি একই ভুল দ্বিতীয়বার করেন তাহলে কখনো ক্ষমা করেন এ ধরনের নারীরা।
৩. স্মার্ট নারীরা কখনো অতিরিক্ত সময় নষ্ট করেন না। এমনকি সঙ্গীর সঙ্গেও প্রয়োজন ব্যতীত অতিরিক্ত সময় নষ্ট করেন না। তারা জানেন কীভাবে সময়ের মূল্যায়ন করতে হয়।
৪. নিজের প্রতি যত্ন নিতে ভুলেন না তারা। সঙ্গীর মনোযোগ কাড়তে ও নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চেষ্টা করেন স্মার্ট নারীরা।
৫. নিজের পরিচয়ে পরিচিত হতে পছন্দ করেন স্মার্ট নারীরা। তাদের সঙ্গী যত বড় ব্যক্তিত্বই হোক না কেন নিজের পরিচয় কখনো হারান না এমন নারীরা। স্বামীর পরিচয়ে প্রতিষ্ঠিত না হয়ে বরং তারা নিজেই সম্মান কুড়ানোর চেষ্টা করেন।
৬. স্বামী যত ধনীই হোক না কেন স্মার্ট নারীরা নিজের পায়ে দাড়ানোর চেষ্টা করেন। নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে তৃপ্তি খোঁজেন তারা।
৭. অনেক নারীই আছেন যারা সঙ্গীর বিরুদ্ধে কিছু শুনলেই বিরূপ প্রতিক্রিয়া দেখান ও অশান্তির সৃষ্টি করেন। তবে স্মার্ট নারীরা এদিক দিয়ে একটু ভিন্ন। তারা ১০০ ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো বিষয় নিয়ে অযথা ভুল বোঝাবুঝি বা অশান্তি এড়িয়ে চলেন।
৮. প্রেমে অন্ধ হওয়া মোটেও ঠিক নয়। এতে সঙ্গীর কাছ থেকে কষ্ট পেতে পারেন। কাউকে ভালোবাসলেই যে তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন তা কিন্তু ঠিক নয়। স্মার্ট নারীরা কখনো সঙ্গীর প্রেমে অন্ধ হন না। তারা খুবই বাস্তবধর্মী হন।
৯. সম্পর্কে বিভিন্ন সময় টানাপোড়েন আসতেই পারে। তবে চাইলেই হঠাৎ করে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় না। স্মার্ট নারীরা তাই সঠিক সময় বুঝে তবেই খারাপ সম্পর্ক থেকে বের হন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া