রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
ঘরের ভেতরের গাছ বা ঘরোয়া গাছ সেগুলোই যেসব গাছ কম আলোতে বাঁচে। কিন্তু এর মানে এই নয় যে এসব গাছ সম্পূর্ণ ভাবেই রোদ ছাড়া বাঁচে, সপ্তাহে অন্তত একদিন এইসব ইনডোর প্লান্ট গুলোকে রোদে দিতে হয়। তবে দুপুরের কড়া রোদে নয় সকালের হালকা রোদে এইসব গাছ রাখতে হয়।
তাছাড়া প্রতি সপ্তাহে একবার এসব গাছের মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হয়। ঘরোয়া গাছে অল্প পানি দিলেই চলে, খুব বেশি পানি দিতে হয় না। মাসে একবার এসব গাছের মাটিতে সার দিলে গাছ ভালো থাকবে, গাছের পাতাগুলো সজিব দেখাবে। অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে আসে, তখন এই হলুদ বা পঁচা পাতা বা বিবর্ণ পাতা গাছে জমিয়ে রাখবেন না, ফেলে দিন। এসব পদ্ধতি অনুসরণ করলে ইনডোর প্লান্ট বা ঘরোয়া গাছ ভালো থাকবে। নিচের এই ছবিটি খেয়াল করুন, এইগুলো সব ইনডোর প্লান্টস:
সূর্যের আলো কম লাগে এমন আরো কতগুলো ঘরোয়া গাছ:
আইভি লতা, পাতাবাহার, মানিপ্ল্যান্ট, বাহারি কচু, পাম, স্পাইডার প্লান্ট, চায়নিজ এভারগ্রিন, স্নেক প্লান্ট, বস্টন ফার্ন, ফিকাস, ইংলিশ আইভি।
১। Palm Trees / বিভিন্ন প্রজাতির পাম গাছ
২। Dumb Cane / ডাম্ব কেইন
৩। Golden Pothos / মানিপ্ল্যান্ট
৪। Snake Plant / স্নেক প্লান্ট
৫। Bromeliad / ব্রমিলিয়াড
৬। Spider Plant / স্পাইডার প্লান্ট
৭। Chinese Evergreen / চায়নিজ এভারগ্রিন
৮। Arrowhead Plant / তীরমাথা গাছ
৯। ZZ Plant
১০। Peace Lily / পিস লিলি
১১। Peacock Plant / পিকক্ প্লান্ট
১২। Dragon Tree / ড্রাগন গাছ
১৩। Cast Iron Plant / কাস্ট আয়রন প্লান্ট
১৪। English Ivy / ইংলিশ আইভী
১৫ । Boston Fern / বস্টন ফার্ন
১৬ । Philodendron / ফিলোডেনড্রন প্রজাতির সমস্ত ঘরোয়া গাছ
১৭ । Lucky bamboo / লাকি ব্যাম্বো
১৮ । Prayer Plant / প্লেয়ার প্লান্ট
১৯ । Corn Plant / কর্ন প্লান্ট