রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
পোড়া কড়াইয়ের দাগ সহজে উঠতে চায় না। বাসন মাজার সাবান দিয়ে চেষ্টা করেও কোন লাভ হয় না অনেক সময়। আসল জেনে নিন, ঝামেলা ছাড়াই কীভাবে তুলবেন কড়াইয়ের পোড়া দাগ!
লবণ: পোড়া কড়াইতে বাসন মাজার সাবানের সাথে সামান্য লবণ ছড়িয়ে দিন। এর সাথে একটু লেবুর রস দিতে পারেন। এবার ভালো করে ঘষুন।
গরম পানি: পোড়া দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হল গরম পানি ব্যবহার করা। কড়াইতে গরম পানি দিয়ে ফুটতে দিন। এর ফলে কড়াইতে লেগে থাকা খাবারের দাগ একটু নরম হবে। তারপর সহজেই বাসন মাজার সাবান ব্যবহার করে দাগ তুলে নিন।
লেবু: লেবু যেকোন ধরনের দাগ তুলতে সহায়তা করে। পোড়া কড়াইতে পানি দিয়ে লেবু সেদ্ধ করতে দিন। লেবু এতটাই ফোটাতে হবে যে, কড়াইতে লাগা খাবারের উপাদানগুলো যেন ভেসে ওঠে। এবার বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করুন।
বেকিং সোডা: পুড়ে যাওয়া কড়াইয়ে এক চামচ বেকিং সোডা দিন। এরপর ২ চামচ লেবুর রস এবং দু কাপ গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। স্টিলের মাজুনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন।