বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
এখন থেকে সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না। প্রতিবছর আয়কর রিটার্ন দাখিলের সময় একপৃষ্ঠায় সম্পদের যে বিবরণী দিতে হয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করবেন সরকারি কর্মচারীরা। তাই তাদের আর আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনও আপত্তি নেই।
রবিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সচিব সভার ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এ বিষয়ে এনবিআর অনাপত্তি দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘এনবিআর বলেছে, এতে তাদের কোনও আপত্তি নেই। এখন এই সিদ্ধান্তের বিষয়ে সার্কুলার হয়ে যাবে। সার্কৃলার হয়ে যাওয়ার পর থেকে আমরা ওই পেজটাই অনলাইনে জনপ্রশাসনকে জমা দেবো।’
‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ নিয়ম মানছেন না, এ বিষয়ে এতদিন সরকারেরও কোনও তদারকি ছিল না।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে আমি বসেছিলাম। বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। প্রতিবছর আমরা যে রিটার্ন দেই, সেখানে একটি পৃষ্ঠার মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয়, ওই পেজটা জনপ্রশাসনকে দিয়ে দেবো।’