বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

‘শয়তানের নিশ্বাস’ দিয়ে যেভাবে লুট করছে টাকা ও মূল্যবান সামগ্রী

জীবন যাপন ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৮:৫১ পিএম
‘শয়তানের নিশ্বাস’ দিয়ে যেভাবে লুট করছে টাকা ও মূল্যবান সামগ্রী

আজকাল প্রায়ই শোনা যাচ্ছে ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর নাম। এক শ্রেণির প্রতারক চক্র এই পদ্ধতিতে সাধারণ মানুষের কাছ থেকে লুট করে নিচ্ছে টাকা ও মূল্যবান সামগ্রী।  এটি এক ধরনের ড্রাগ, যার নাম ‘স্কোপোলামিন।’ মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয় ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর মাধ্যমে। এরপর মানুষ নিজ থেকেই অপরাধীর হাতে তুলে দেয় নিজের কাছে থাকা সবকিছু। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ওষুধ বলা হয় একে। 

স্কোপোলামিনের মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে। এটি তরল ও পাউডার—দুই রকমেরই হয়। চিকিৎসাবিজ্ঞানে স্কোপোলামিনের অনেক ব্যবহার আছে। শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত। অপরাধীরা এসব ক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকে এবং স্কোপোলামিন মাখানো কাগজ বা কার্ড রাখে সঙ্গে। কোনও পথচারীকে ডেকে ঠিকানা জিজ্ঞেস করার ছলে নাকের কাছাকাছি নিয়ে যায় সেই কাগজ বা কার্ড। এতে আক্রান্ত ব্যক্তি সম্মোহিত হয়ে যান। অনেকটা জম্বির মতো হয়ে যান তিনি।  এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিজ থেকেই দিয়ে দেন অপরাধীকে।

‘শয়তানের নিশ্বাস’ থেকে বাঁচতে করণীয় 

 

  1. রাস্তায় অপরিচিত কোনও ব্যাক্তি ডাকলে সাবধান হতে হবে।
  2. অপরিচিত কারোর কাছ থেকে খাবার বা পানীয় খাবেন না।
  3. রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন। এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না।
  4. অপরিচিত কেউ নাক বা মুখের সামনে কিছু ধরার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সচেতন হতে হবে। 
Side banner