রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

এসএমএস করে যেভাবে এনআইডি পাবেন

জীবন যাপন এপ্রিল ২৭, ২০২২, ০৫:৫৫ পিএম
এসএমএস করে যেভাবে এনআইডি পাবেন

যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই, হারানো এনআইডি তোলা, সংশোধন ও নতুন ভোটার নিবন্ধন হতে পারবেন অনলাইনে। এজন্য এসএমএস পাঠাতে হবে। অনলাইনের এই সেবা পেতে ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।

মোবাইলের এসএমএসের মাধ্যমে NID নম্বর পাওয়ার পদ্ধতি : nid<formNo><dd-mm-yyyy> লিখে 105 পাঠাতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে।

উদাহরণ : 105 এ প্রেরণ করুন nid <Form No><dd-mm-yyyy> ফিরতি এসএমএস এ পাবেন : nid XXXXXXX 24-08-1992

যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd ওয়েব সাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন।

যারা NID নম্বর পেয়েছেন তারা online portal এ NID এর তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online portal এ login করতে পারবেন। login এর পর আবেদনকারী ফরমের এন্ট্রিকৃত সকল ডাটা দেখতে পারবেন।

রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।

কোনো ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন অথবা সংশোধন করতে চান তাবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে online এ আবেদন করতে পারবেন। online এ আবেদনকারী NID কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আবেদনকারী sms পাবেন এবং portal হতে পুনরায় NID copy সংগ্রহ করতে পারবেন।

যে সব যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে (https://services.nidw.gov.bd) ঠিকানায় ভোটার নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। পরবর্তীতে তাদের আবেদন যাচাই বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

Side banner