রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১
কাতার বিশ্বকাপ কি তাহলে অঘটনের? প্রশ্নটা আসছে কারণ শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হেরে গেছে সৌদি আরবের কাছে। এবার এশিয়ার আরেক দেশ জাপান দেখালো নতুন চমক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছে জার্মানিকে! চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লিড নেওয়ার পরও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাতে লেখা হয়ে গেলো কাতার বিশ্বকাপের আরেকটি অঘটন।
লিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান। ইকাই গুন্ডোয়ানের পেনাল্টি গোলে জার্মানি শুরুতে লিড নেয়। বিরতি যায় ওই ব্যবধান রেখেই। তবে শেষ দিকে ৯ মিনিটের এক ঝড়ে সব এলোমেলো। প্রেসিং ফুটবলে শুধু সমতাতেই ফেরেনি জাপান, জার্মানিকে হতাশায় ডুবিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।
কাগজে কলমে জার্মানি জাপান থেকে ঢের ভালো দল। র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ২৪, আর জার্মানির অবস্থান ১১তে। খেলোয়াড়দের নাম, ধারে-ভারে দুই দলের তুলনা চলে না। সেই জাপানই কি-না হারিয়ে বসল জার্মানিকে!