- সফলদের কথা
জীবন যাপন আগস্ট ১২, ২০২৩, ০১:৪৮ পিএম
সুখি নারী
আমরা সবাই সুখে থাকতে চাই। এই ধরুণ, আপনি চাকরি করছেন কিংবা ব্যবসায়ী অথবা যা কিছুই করুন না কেন; এর পেছনে একটিই কারণ। সুখে থাকা। কিন্তু অর্থই সুখ দিতে পারে না, তাই সবাই জানি। সুখ পেতে হলে দরকার কিছু বিষয় মেনে চলা। চলুন ১০টি বিষয় জেনে নিই।
- সবাইকে সবকিছু বলতে যাবে না
- মা-বাবাকে কোনও কিছুর জন্য দোষারোপ করবেন না
- প্রত্যাখ্যানকে ভয় নয়
- সুযোগের অপেক্ষায় থাকবেন না
- স্বাস্থ্যকে অবহেলা করা যাবে না
- সবার উপদেশ নেওয়া যাবে না
- অন্যকে ‘ইমপ্রেস’ করতে কিছু করবেন না
- সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখবেন না
- মিথ্যা কথা বলা যাবে না
- বোকাদের সঙ্গে তর্ক করতে যাবেন না