বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তিনবার মামলা হলে সেই গাড়ি এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ

জীবন যাপন ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:২৬ পিএম
তিনবার মামলা হলে সেই গাড়ি এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে মামলা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এবং তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে সেই গাড়ি এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িলে অবস্থিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এক্সপ্রেসওয়ের অপারেশন ও মেইনটেনেন্স কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।

তিনি জানান, এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ১০০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। কেউ এই সীমা অতিক্রম করলে পুলিশের মাধ্যমে মামলা দেওয়া হবে। তবে যেহেতু এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতি সম্ভব নয়, তাই একটি ক্যাবলের মাধ্যমে তথ্য সরাসরি পুলিশের কাছে পাঠানো হবে। এতে তারা দূর থেকেই যানবাহন তদারকি করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি কোনো গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করে, তাহলে ভবিষ্যতে সেই গাড়ি এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর চালু হওয়ার পর থেকে এক্সপ্রেসওয়েতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে জানান হাসিব হাসান খান। এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি সমস্যা হলো— গাড়ির অতিরিক্ত গরম হওয়া, চাকা পাংচার, জ্বালানি ফুরিয়ে যাওয়া, বিমানবন্দর সংযোগ সংক্রান্ত জটিলতা এবং দুর্ঘটনা।

শুধু ২০২৫ সালের জানুয়ারি মাসেই এক্সপ্রেসওয়েতে চলাচলরত অবস্থায় ৯০টি গাড়ির ইঞ্জিন সমস্যার শিকার হয়েছে, ৫১টি টায়ার বার্স্টের ঘটনা ঘটেছে, এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে ২০টি গাড়ি আটকে পড়েছে। এছাড়া, এখন পর্যন্ত এক্সপ্রেসওয়েতে বড় ধরনের ১০টি দুর্ঘটনা ঘটেছে।

Side banner