বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

১০ মিনিটেই পাওয়া যাবে অ্যারাইভাল ভিসা

জীবন যাপন ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০২:৩১ পিএম
১০ মিনিটেই পাওয়া যাবে অ্যারাইভাল ভিসা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন যাতে না লাগে কিংবা লাগলেও সেটা যত সহজে করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি অনলাইন অ্যাপস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক দেশ থেকে লোকজন আসেন যারা অন অ্যারাইভাল ভিসা নিয়ে থাকেন। এই ভিসা দিতে বর্তমানে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। আর এই সফটওয়্যার কার্যক্রম চালু হলে মাত্র ১০ মিনিটের মধ্যে তাদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া সম্ভব হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপস উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী কর্তৃক জটিলতা ও অভিযোগ ৯৯৯-এ অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

Side banner