বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন।
ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর মতিউরের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন তারই মেয়ে কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপ্সিতা। ৩২ বছর বয়সী ফারজানা বসবাস করেন কানাডায়। নিজেকে পরিচয় দেন একজন মেকআপ আর্টিস্ট হিসাবে। কানাডায় পড়াশোনা শেষে এই পেশায় যোগ দিয়েছেন তিনি।
একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কতই বা আয় তার। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এই অল্প বয়সেই বিলাসী জীবনযাপনের পাশাপাশি শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ফারজানা।
আয়কর নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ইপ্সিতা তার আয়কর নথিতে ৪২ কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেন।
এর মধ্যে সাত কোটি টাকা বিনিয়োগ দেখিয়েছেন ৫টি কোম্পানিতে। নরসিংদী, গাজীপুর ও ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন তিনি প্রায় ১৩ কোটি টাকা। প্রকৃত অর্থে এসব সম্পদের দামই ৭০ কোটি টাকার বেশি।
আয়কর নথিতে আরও দেখা গেছে, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে দেওয়া ঋণ ও ভাইকে দেওয়া ধার বাবদ তার সম্পদ আছে ২২ কোটি টাকার।
নরসিংদীতে হেবামূলে দেড় একর জমির মালিক ইপ্সিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা দেওয়া থাকলেও দাম উল্লেখ করা হয়নি। রাজধানীর অভিজাত এলাকায় ৫ কাঠা জায়গার ওপর ৭ তলা বাড়িটির দাম অন্তত ৫০ কোটি টাকা। নীলক্ষেতে পার্কিং স্পেসসহ দেড় হাজার স্কয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে তার।
ছাগলকাণ্ডে মতিউর আলোচনায় আসার পর বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিলেন তার প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা।